বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে নগরীর পাহাড়তলী এলাকায় এক গৃহকর্তাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মো. সিরাজ (৫০) ও সাহেদা আক্তার পিংকি (৩২)। সোমবার গ্রেফতারের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত ৫ জানুয়ারি পাহাড়তলী থানাধীন মাইট্টাইল্লা পাড়া নাছিরের বিল্ডিংয়ের ৪র্থ তলার বাম পাশের ফ্লাটের ভাড়া বাসায় ওই তরুণীকে মোঃ সিরাজ তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। তিনি ২০১৫ সাল থেকে বিভিন্ন সময়ে তাকে ধর্ষণ করে আসছিলেন।
ধর্ষণের বিষয়টি গৃহকত্রী সাহেদা আক্তার পিংকিকে জানালে তিনি মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে বাসা থেকে বের করে দেন। ধর্ষণের ফলে মেয়েটি এখন আট মাসের অন্তঃসত্ত্বা। ধর্ষিতা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ ওই দুজনকে গ্রেফতার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।