বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক দিনের রিমান্ড শেষে ৪ আসামিকে আদালতে প্রেরণ করেছেন পুলিশ।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা সুন্দরগঞ্জ থানার এস.আই কমল মোহন চাকী জানান, আদালতে আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। বিজ্ঞ আদালত শুনানী শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত সোমবার এক দিনের রিমান্ডের মেয়াদ শেষ হয়েছে। তাই মঙ্গলবার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, রিমান্ডে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছেনা। রিমান্ডে থাকা আসামিরা হলেন উপজেলার পূর্ব বেলকা গ্রামের মৃত তাজির উদ্দিনের ছেলে ওয়াহেদুজ্জামান ওরফে এসিড মুন্সী (৪৫), পূর্ব শান্তিরাম গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৮), পরান গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে সুজা মিয়া (২৯) ও শান্তিরাম গ্রামের মৃত নুরুল আলম সরকারের ছেলে মোনারুল হক (৩৮)। গত ৮ সেপ্টেম্বর বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের ধারায় সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। যার নং ১৫। এ মামলায় এর আগে আসামিদের গ্রেফতার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।