রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকার সুমন ভূঁইয়া (২৬) নামে এক যুবককে ভুয়া ভিসার মাধ্যমে বিদেশে পাঠানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিদেশে নির্যাতনের শিকার সুমন অভিযোগ দায়েরের পর থেকেই প্রতারকসহ তার লোকজন বিভিন্ন ভাবে ওই যুবককে হুমকি-ধামকি দিয়ে আসছে। সুমন ভূঁইয়া জানান, গত ৪ মাস আগে সুমন ভূঁইয়া ওমানে যাওয়ার জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা প্রদান করেন উপজেলার ভক্তবাড়ি এলাকার প্রতারক মনি বেগমকে। গত এক মে সুমন ভূঁইয়া ওমানে যান। সে ওমান গিয়ে দেখে তাকে ভুয়া ভিসায় বিদেশ পাঠানো হয়েছে এবং তাকে যে কাজের কথা বলা হয়েছে সেখানে কোন কাজ ছিল না। ওমানে মনি বেগমের সহযোগী সেলিমসহ অজ্ঞাত ৮/১০ জন মিলে সুমন ভূঁইয়াকে মারধর করে একটি রুমে আটকে রেখে বাড়িতে থেকে টাকা এনে দিতে বলে। সুমন ভূঁইয়া এ বিষয়টি তার বাবা ছোবহান ভূঁইয়ার কাছে জানায়। এ ব্যাপারে মনি বেগমকে জিজ্ঞাসা করলে সে বাবা ছোবহান ভূঁইয়া বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেয়। ছোবহান ভূঁইয়া বাধ্য হয়ে ১৫ পনের হাজার টাকা পাঠায় সুমন ভূঁইয়ার কাছে। পরিবারের সহযোগিতায় গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন সুমন ভূঁইয়া। এ ধরনের আরো অভিযোগ রয়েছে মনি বেগমের বিরুদ্ধে। এ ব্যাপারে প্রতারক মনি বেগমের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হয়নি। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।