Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০ ফুট লম্বা চিচিঙ্গা চাষ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪৯ পিএম

ভোলার মনপুরায় ১০ ফুট লম্বা চিচিঙ্গা চাষ করে সফল হয়েছেন মনোয়ারা বেগম মহিলা কলেজের অর্থনীতির প্রভাষক উৎপল মণ্ডল। তিনি তার বাড়ির আঙিনায় এ চাষ শুরু করেন। সম্পূর্ণ রাসায়নিক সার ও কীটনাশকমুক্ত ফসল চাষ করে সফল তিনি।

তিনি জানান, বীজ বপনের এক সপ্তাহের মধ্যেই অঙ্কুর বের হয়। ফুল আসার ১৫-২০ দিনের মধ্যে চিচিঙ্গা দ্রুত বড় হয়ে ১০ ফুট লম্বা হয়ে যায়।

উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী জানান, প্রভাষক উৎপল মণ্ডল ভারতের চেন্নাই থেকে বীজগুলো সংগ্রহ করেছেন। উপজেলায় এ প্রজাতির ফসলের চাষ উপযোগিতা নিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। সফল হলে তা কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কৃষি

২৪ ফেব্রুয়ারি, ২০২৩
৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ