Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস

অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে ৪৫তম স্কুল ও মাদ্রাসার ছাত্রদের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক লাভ করায় বগুড়া নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজের নবম শ্রেণির ছাত্র মোঃ নয়ন ইসলাম (জয়)-কে এই শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেয়া হয়। গত বৃহস্পতিবার বেলা ১১টায় প্রতিষ্ঠান মিলনায়তনে অনুষ্ঠিত এই সংবর্ধনায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং প্রাক্তন রাকসু ভিপি মোঃ হায়দার আলী। প্রধান অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুফিয়া নাজিম। বিশেষ অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন ও দৈনিক ইনকিলাব-এর আঞ্চলিক প্রধান মহসীন আলী রাজু। সহকারী অধ্যাপক জে. কে. সাহা ও প্রভাষক মোঃ রেজাউল করিম ম-লের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক ও সাবেক জেলা শিক্ষা অফিসার ছামছুল আলম ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইছাহাক আলী। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু এই অনুষ্ঠানে কৃতী সাঁতারু নয়ন ইসলামের হাতে প্রতিষ্ঠানের পক্ষে প্রধান অতিথি সুফিয়া নাজিম দশ হাজার টাকার প্রাইজ বন্ড তুলে দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বগুড়ায় ক্রীড়া প্রতিযোগিতা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ