Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় ৫ জনের কারাদন্ড

প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা

উচ্চ আদালতের আদেশ অমান্য করায় ইউনিক গ্রুপের ৫ ভাড়াটে সন্ত্রাসীকে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউপির মেঘনা নদীর তীরবর্তী ভাটিবন্দর এলাকা থেকে তাদের গ্রেফতারের পর প্রত্যেককে ১মাস করে এ কারাদ- দেয়া হয়। সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেব খাঁন জানান, উপজেলার মেঘনা নদীর তীরবর্তী ভাটিবন্দর, ছয়হিস্যা, রতনপুর, ভবনাথপুর, জৈনপুর ও কান্দারগাঁওসহ বেশ কয়েকটি গ্রামের কৃষি জমিতে অবৈধভাবে বালু ভরাট করে সোনারগাঁ রিসোর্ট সিটি নামের একটি আবাসন প্রকল্প তৈরি করার কাজ হাতে নেয় ইউনিক গ্রুপ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। সরকারি নিয়মনীতি না মেনে এ প্রকল্পটিতে ২০০৯ সালে বালু ভরাটের কাজ শুরু করে কোম্পানি কর্তৃপক্ষ। এতে ওই অঞ্চলের হাজার হাজার বিঘা কৃষি জমির শ্রেণি পরিবর্তন হচ্ছিল। যার কারণে ফসলশূন্য হওয়ার আশঙ্কায় ২০১৪ সালে এক কৃষক রিট করেন উচ্চ আদালতে। এর প্রেক্ষিতে সেই প্রকল্পের কিছু অংশ থেকে বালু সরিয়ে নেয়ার জন্য ইউনিক গ্রুপকে নির্দেশ প্রদান করেন উচ্চ আদালত। কিন্তু প্রকল্প কর্তৃপক্ষ উচ্চ আদালতের আদেশকে অমান্য করেই বালু ভরাট কাজ অব্যাহত রাখে। এদিকে গত কয়েকদিন যাবত ২৫টি ড্রেজার দিয়ে দিনে রাতে কৃষকদের ফসলি জমিতে আবারো বালু ভরাট শুরু করে কোম্পানির লোকজন। উচ্চ আদালতের আদেশকে অমান্য করে অবৈধভাবে ওই প্রকল্পতে বালু ভরাট করার অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত সরেজমিনে গিয়ে কয়েকটি ড্রেজারের পাইপ লাইন বিচ্ছিন্ন করে ও কোম্পানির কাজে নিয়োজিত মোক্তার হোসেন, সামছুল আলম, জহির, সাইফুল ও মনির নামের ভাড়াটিয়া সন্ত্রাসী প্রকৃতির ৫জনকে আটকের পর প্রত্যেককে ১ মাসের করে বিনাশ্রম কারাদ- প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন এ আদালত পরিচালনা করে। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত হায়াত শিপল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় ৫ জনের কারাদন্ড
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ