Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদত্যাগ করেও বিল উত্তোলনের অভিযোগ

প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা

সুন্দরগঞ্জ উপজেলার উত্তর রাজীবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক পদত্যাগ করেও এক বছর থেকে বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। জানা গেছে, ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজগর আলী স্বীয় পদ থেকে পদত্যাগ করে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ লাভ করেন। অপরদিকে একইসাথে অপর সহকারী শিক্ষক আনোয়ার হোসেন অন্য বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার পর তার বেতন-ভাতা বন্ধ করা হয়। কিন্তু আজগর আলী সহকারী প্রধান শিক্ষক পদে চাকরি করেও পদত্যাগ করা সহকারী শিক্ষক পদের বেতন এক বছর থেকে উত্তোলন করছেন। তার বেতনে সহি স্বাক্ষর করে প্রধান শিক্ষকও তাকে সহযোগিতা করেন। শুধু তাই নয় প্রধান শিক্ষক অবৈধ কমিটি করে নিয়োগ বাণিজ্য করেন। উক্ত অবৈধ কমিটির বিরুদ্ধে অভিযোগ হলে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে তদন্ত প্রতিবেদনের আলোকে কমিটি অবৈধ ও বাতিল ঘোষণা করা হয়। পদত্যাগ করে সেই পদের বেতন উত্তোলন করায় ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জমিদাতা ইসমাইল হোসেন শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণ করতে শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন দফতরে আবারো অভিযোগ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পদত্যাগ করেও বিল উত্তোলনের অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ