মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বননন্দিত পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স ফের বিয়ে করলেন। এটি তার তৃতীয় বিয়ে। দীর্ঘদিনের প্রেমিক স্যাম আসগরির সঙ্গে বাগদানের পর নিজের ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেছেন ব্রিটনি।
গায়িকার ম্যানেজার ব্র্যান্ডন কোহেন গণমাধ্যমকে বিয়ের খবর জানিয়েছেন। তিনি বলেন, এই যুগল দীর্ঘদিনের সম্পর্ককে গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলেন। ভক্তরা তাদের প্রতি যে সমর্থন, ভালোবাসা প্রকাশ করেছেন তাতে অভিভূত তারা।
ব্রিটনি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে স্যাম আসগরির সঙ্গে দেখা যায় ব্রিটনিকে। তার ডান হাতের অনামিকায় একটি আংটি শোভা পাচ্ছে। অন্যদিকে স্যাম তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। তাতে স্যাম-ব্রিটনি অন্তরঙ্গ অবস্থায় ক্যামেরাবন্দি হয়েছেন।
এতেও ক্যামেরার সামনে হাত প্রদর্শন করে ব্রিটনি তার অনামিকায় শোভা পাওয়া আংটিটি দেখিয়েছেন। ২০১৬ সালে একটি মিউজিক ভিডিওর সেটে ২৭ বছর বয়সী স্যামের সঙ্গে পরিচয় হয় ৩৯ বছর বয়সী ব্রিটনির। স্যাম একজন অভিনেতা। তার জন্ম ইরানে হলেও ১২ বছর বয়সে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।
ব্রিটনি প্রথম বিয়ে করেন ২০০৪ সালে জেসন আলেকজান্ডারকে। একই বছরে বিচ্ছেদও হয়। এরপর দ্বিতীয়বার বিয়ে করেন কেবিন পেডারলাইনকে। তাদের দু’টি সন্তান রয়েছে। কিন্তু দ্বিতীয় বিয়েও ভেঙে যায় ২০০৭ সালে। সূত্র : দ্য নিউ ইয়র্ক টাইমস, এনবিসি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।