বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর ও খুলনা অঞ্চলের কৃষি কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের সভায় কৃষিমন্ত্রী কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের মধ্যে রয়েছে দেশের প্রকৃত উন্নয়ন। তাই কৃষি উন্নয়নকেই জাতীয় উন্নয়ন ধরে কৃষি কর্মকর্তাদের একযোগে কাজ করতে হবে। গ্রামাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে। কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে পারলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। তাই দেশের উন্নয়ন করতে হলে কৃষি ও কৃষকের উন্নয়নে গুরুত্ব দিতে হবে। রবিবার (১২ সেপ্টেম্বর) রাতে যশোর সার্কিট হাউজে যশোর ও খুলনা অঞ্চলের কৃষি কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুজিববর্ষে বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে আরো বেগমান করার স্বার্থে যশোর ও খুলনা অঞ্চলের কৃষি কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের আয়োজন করেন যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
কৃষি মন্ত্রী কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক আরও বলেন, আওয়ামী লীগের সরকার কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধন করেছে, যা বিশ্ব সম্প্রদায়ের নজর কেড়েছে। এমনকি মহামারি কোভিড-১৯ দুর্যোগের মধ্যেও বাংলাদেশের কৃষি নিরবচ্ছিন্নভাবে এদেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য যোগানের পাশাপাশি অর্থনীতির চাকাকে সচল রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কৃষকের অবস্থার উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার কৃষকদের মাঝে বীজ, সার, কৃষি যন্ত্রপাতিসহ বিভিন্ন ধরনের প্রণোদনা অব্যাহত রেখেছে। কৃষকের সার-বীজের দাম হাতের নাগালে রেখেছে। কৃষক যাতে তার ফসল উৎপাদনে কোন বাধাগ্রস্ত না হয় সেই লক্ষে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কৃষিবিদ মেসবাহুল ইসলাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ আসাদুল্লাহ’র সভাপতিত্বে মতবিনিময়কালে বক্তব্য রাখেন, বিএডিসি চেয়ারম্যান কৃষিবিদ ড. অমিতাভ সরকার, কৃষি গবেষণা কাউন্সিলর নির্বাহী অফিসার ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার, এসআরডিআই মহাপরিচালক বিধান কুমার ভান্ডার, ব্রি মহাপরিচালক ড. মো শাহজাহান কবির, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত উপ-পরিচালক জাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস।
এর আগে, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে ফুলেল শুভেচ্ছা জানান যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি। এসময় জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে কৃষিমন্ত্রী বলেন, দেশের শতভাগ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আওয়ামী লীগ সরকার কৃষিক্ষেত্রকে সবচেয়ে গুরুত্বের সাথে বিবেচনা করেছে। এ কারণে মাত্র কয়েক বছরে বাংলাদেশ কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছে। বর্তমানে গ্রামের মানুষও মাছ, মাংস, ডিম, দুধসহ যাবতীয় খাদ্যের চাহিদা মেটাতে পারছে। ফলে দেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক পরিমন্ডলের সাথে তাল মিলিয়ে মেধা ও সৃজনশীলতায় অনেক এগিয়ে যাচ্ছে। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক আরও বলেন, তৃণমূলের মানুষের জীবনমান উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতেন। তেমনিভাবে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামের মানুষের খাদ্য নিরাপত্তা, বিদ্যুৎ, জ্বালানি ও শিক্ষায় গুরুত্ব দিয়েছেন। ফলে গ্রাম বর্তমানে শহর হওয়ার পথে অগ্রসরমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।