Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুরে খালে গোসলে নেমে ২ বোন সহ ৪ বান্ধবীর মৃত্যু

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ৫:৩৮ পিএম

গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাইনশাইল গ্রামে খালে গোসল গোসল করতে গিয়ে

সহোদর দুই বোন সহ চারজন ডুবে মারা গেছে।
নিহত দুই বোন হলেন রিসি (১৪) ও রিয়া (১১), অপর দু'জন আইরিন (১৪) এবং মায়া (১৪)।
এলাকাবাসী সুএে জানা গেছে,
সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে পাইনশাইল গ্রামের সুলাইমান এর দুই কন্যা রিসি ও রিয়া এবং অটোচালক মঞ্জু'র কন্যা মায়া এবং মৃত হায়েত আলীর কন্যা আইরিন বাড়ির পাশে বিলে গোসলে নেমে নিখোঁজ হোন। স্থানীয়রা খোঁজাখোজির পরও ডুবে যাওয়াদের না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ তিনঘণ্টা খোঁজে তিনজনের মৃতদেহ উদ্ধার করেন। ডুবে যাওয়া মায়ার দেহ এখনো পাওয়া যায়নি। ডুবুরি দল তাদের উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। একসঙ্গে চার বান্ধবীর এমন অকাল মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ