Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাটহাজারীতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

হাটহাজারী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

হাটহাজারীতে অস্ত্রের মুখে জিম্মি করে দূর্র্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। গত শনিবার দিবাগত রাতে পৌরসভার পশ্চিম দেওয়াননগর সুজানগর বন্দেশী পাড়া কাপড় ব্যবসায়ী নাছিরের ঘরে এ ঘটনা ঘটে। জানা গেছে, শনিবার রাত আড়াইটার দিকে ১০/১২ জনের মুখোশধারী একটি সংঘবদ্ধ ডাকাতদল বাড়ির প্রধান ফটকের তালা, সীমানা প্রাচীর টপকিয়ে ও ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে একটি রুমে আটকে রাখে। মারার ভয় দেখিয়ে চাবি নিয়ে আলমারিতে থাকা ব্যবসার নগদ ৬ লক্ষ ৭৫ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণলঙ্কারসহ চারটি মোবাইল ফোন নিয়ে যায়। এসময় বাধা দিতে গেলে ডাকাত দলের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে পরিবারের সদস্য নাছির উদ্দিন, নুর জাহান বেগম, শামসুজ্জামান, হেলাল উদ্দিন ও রুমা আক্তারকে গুরুতর আহত করে।
আহত ব্যবসায়ী নাছির উদ্দিন বলেন, হাটহাজারী বাসস্ট্যন্ডে অবস্থিত ছিদ্দিক মার্কেট ও পার্শবর্তী রাউজান উপজেলায় তার কাপড়ের দোকান আছে। গত বৃহস্পতিবার রাতে ব্যবসার টাকা নিয়ে বাড়িতে আসে। ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় ব্যাংকে জমা দিতে পারেনি। উদ্দেশ্য ছিল রোববার ব্যাংকে টাকাগুলো জমা করবে। কিন্তু শনিবার রাতেই সব শেষ হয়ে গেল।
নাছিরের ষাটোর্ধ্ব মা নুর জাহান বেগম বলেন, আমরা ঘুমে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে ঘরের ড্রয়িং রুমে যেতেই তাদের কয়েকজন আমাদের উপর চড়াও হয়। কিছু বুঝে উঠার আগেই আমার মাথায় আঘাত করে আমার কানের দুল, হাতের আংটি, গলায় স্বর্ণের চেইন টেনে খুলে নেয়। একই ভাবে আমার পুত্র বধূ ও আমার মেয়েদের থেকেও স্বর্ণালংকার নিয়ে যায়। তিনি আরো বলেন, আলমারিতে থাকা আরেক পুত্রবধূ শাহিদা বেগমের বিয়ের প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার আলমারির চাবি খুলে নিয়ে যায়। ব্যবসায়ী নাছিরের ঘরের পার্শ্ববর্তী ঘরে থাকা চাচাত ভাই মোস্তফা মিয়া জানান, চিৎকার শুনে বাহিরে আসার চেষ্টা করেছিলাম কিন্তু ডাকাতদল আমার ঘরের দরজা বাহির থেকে লক করে দিয়েছিল। ২০ মিনিটের মধ্যেই তারা লুঠ করে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ত্রের মুখে ডাকাতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ