Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক ঢাঁই মাছের দাম ৩৫ হাজার

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২১, ১২:০০ এএম

পদ্মা নদীর মোহনায় জেলের জালে আটকা পড়েছে দেশ থেকে প্রায় বিলুপ্তি হওয়া ১১ কেজি ওজনের সুস্বাদু বিশাল একটি ঢাঁই মাছ। গতকাল শনিবার মানিকগঞ্জ জেলার জাফরগঞ্জ এলাকার জেলে রাম হলদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা যায়, জেলে রাম সকালে মাছটি নিয়ে দৌলতদিয়া বাজারে মোহন মন্ডলের আড়ৎতে আসে। তখন ৩ হাজার ১ শ’ টাকা কেজি দরে মোট ৩৪ হাজার ১ শ’ টাকা দিয়ে মাছটি কিনে নেয় স্থানীয় মৎস্য ব্যাবসায়ী সম্রাট শাজাহান। পরে সেই ঢাঁই মাছটি বিক্রি করেন ৩ হাজার ২ শ’ টাকা কেজি দরে মোট ৩৫ হাজার ২ শ’ টাকায়।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী সম্রাট শাজান দৈনিক ইনকিলাবকে বলেন, এই ঢাঁই মাছটি দেশ থেকে হারিয়ে যাচ্ছে। নদীতে সব সময় এই মাছ পাওয়া যায় না। তাছাড়া এ মাছের অনেক দাম ও সুস্বাদু। অনেক দিন পর এই মাছটি পেয়েছি। ঢাকার এক ব্যবসায়ীর নিকট মাছ বিক্রি করে দিয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাঁই মাছ

১২ সেপ্টেম্বর, ২০২১
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ