Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে বাসার গ্রিল কেটে স্বর্ণালঙ্কার ও টাকা লুট

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২১, ৭:০৬ পিএম | আপডেট : ৮:৫৪ পিএম, ১১ সেপ্টেম্বর, ২০২১

নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় জানালার গ্রিল কেটে একটি বাসা থেকে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৮০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১২টায় বি-ব্লকের ৯ নম্বর রোডের ২১৯ নম্বর ভবনের ৫ তলার বাসা খুলে লুটের ঘটনা জানতে পারেন ওই ভবনের বাসিন্দা ফখরুল আলম।

তিনি জানান, বৃহস্পতিবার বিকালে পরিবারের সবাইকে নিয়ে রাউজান গ্রামের বাড়িতে বেড়াতে যান। আজ দুপুর ১২টার পর বাড়ি থেকে এসে দেখেন ভেতর থেকে দরজা লাগানো। জোরে ধাক্কা দেওয়ার পর দরজার ছিটকিনি পড়ে গিয়ে দরজা খুলে যায়। বাসার সব কিছু এলোমেলো। বাসার পশ্চিম পাশের জানালার গ্রিল কাটা। দা দিয়ে কুপিয়ে আলমারির দরজা ভেঙে ফেলা হয়েছে। আলমারিতে রাখা প্রায় ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৮০ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল। নষ্ট করা হয়েছে অসংখ্য মূল্যবান জিনিসপত্র।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান বলেন, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার এবং চুরি করে নিয়ে যাওয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধারের তৎপরতা শুরু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ