Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেসিসি’র ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা বৃদ্ধি

প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : খুলনা সিটি কর্পোরেশনের ১৫তম বিশেষ সভা গতকাল বুধবার বেলা ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে ভারপ্রাপ্ত মেয়র মো. আনিছুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আদর্শ কর তফশীল ২০১৬ এর আলোকে সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা চলতি ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিতকরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন কেসিসি’র প্যানেল মেয়র শেখ হাফিজুর রহমান হাফিজ, রুমা খাতুন, কাউন্সিলর মুহা. আমানউল্লাহ আমান, মো. গিয়াসউদ্দিন বনি, ওয়াহেদুর রহমান দিপু, কেএম হুমায়ুন কবীর, আলহাজ ইমাম হাসান চৌধুরী ময়না, মো. মাহবুব কায়সার, শেখ গাউসুল আযম, আশফাকুর রহমান কাকন, মো. হাফিজুর রহমান মনি, এসএম খুরশিদ আহম্মেদ টোনা, মো. ফারুক হিল্টন, শেখ জাহিদুল ইসলাম, মো. সাহিদুর রহমান, শেখ শওকত আলী, এসএম হুমায়ুন কবীর, মো. সাইফুল ইসলাম, এ্যাড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম, রহিমা আক্তার হেনা, পারভীন আক্তার, আনজিরা খাতুন, রাবেয়া ফাহিদ হাসনাহেনা, নাদিরা হোসেন তুলি, রোকেয়া ফারুক, কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা মো. আরিফ নাজমুল হাসান ও সিনিয়র ভেটেরিনারী সার্জন ডা. মো. রেজাউল করিম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কেসিসি’র ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা বৃদ্ধি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ