Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলিউড অভিনেত্রী মা হচ্ছেন!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

অস্কার বিজয়ী হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স মা হতে চলেছেন। পশ্চিমা একটি সংবাদমাধ্যমকে লরেন্সের পক্ষ থেকে সুখবরটি জানানো হয়েছে। তবে কবে তিনি সন্তানের জন্ম দিতে যাচ্ছেন, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছুই বলেননি ৩১ বছর বয়সী এই তারকা।
দীর্ঘদিন প্রেম করার পর ২০১৯ সালে ঘর বাঁধেন জেনিফার লরেন্স ও কুক ম্যারোনি। মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের নিউপোর্টে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডজয়ী এই অভিনেত্রীর বিয়েতে তার পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগ দিয়েছিলেন হলিউডের বেশ কয়েকজন তারকাও। সে তালিকায় ছিলেন এমা স্টোন, ক্রিস জেনার ও সিয়েনা মিলার।
জেনিফারের স্বামী কুক ম্যারোনি সিনেমা জগতের কেউ নন। তিনি নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি আর্ট গ্যালারির পরিচালক। সেই হিসেবে শিল্পের সঙ্গে তার সংযোগ রয়েছে। সূত্র : সিএনএন, ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ