Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাকৃবিতে পূজা ও আশুরার ছুটি শুরু

প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বাকৃবি সংবাদদাতা : আসন্ন শারদীয় দুর্গাপূজা ও পবিত্র আশুরা উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আজ শুক্রবার থেকে ৬ দিনের ছুটি শুরু হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম বলেন, ৭ অক্টোবর (শুক্রবার) থেকে আগামী ১২ অক্টোবর (বুধবার) পর্যন্ত মোট ৬ দিন শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। ১০ অক্টোবর (সোমবার) থেকে ১২ অক্টোবর (বুধবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
তবে ছুটিতে আবাসিক হলগুলো খোলা থাকবে। তিনি আরও বলেন, আগামী ১৩ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাকৃবিতে পূজা ও আশুরার ছুটি শুরু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ