প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
র্যানসম রিগসের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে অ্যাকশন-অ্যাডভেঞ্চার ফিল্ম ‘মিস পেরেগ্রিন’স হোম ফর পিকিউলিয়ার চিলড্রেন’। পরিচালনা করেছেন টিম বার্টন। ‘বিগ আইজ’ (২০১৪), ‘ফ্র্যাঙ্কেনউইনি’ (২০১২), ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ (২০১০), ‘সুইনি টড : দ্য ডিমন বারবার অফ ফ্লিট স্ট্রিট’ (২০০৭), ‘চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্ট্রি’ (২০০৫), ‘বিগ ফিশ’ (২০০৩), ‘প্ল্যানেট অফ দি এপস’ (২০০১), ‘¯িøপি হলো’ (১৯৯৯), ‘ব্যাটম্যান রিটার্নস’ (১৯৯২), ‘এডওয়ার্ড সিজরহ্যান্ডস’ (১৯৯০), ‘ব্যাটম্যান’ (১৯৮৯), ‘বিটলজুস’ (১৯৮৮) এবং ‘পি-উই’জ বিগ অ্যাডভেঞ্চার’ (১৯৮৫) বার্টন পরিচালিত চলচ্চিত্র।
জেকবের পোর্টম্যানের (এসা বাটারফিল্ড) সঙ্গে তার দাদা এব্রাহাম ‘এইব’ পোর্টম্যানের (পেরেন্স স্ট্যাম্প) ঘনিষ্ঠতা ছিল সবার চেয়ে বেশি। এইব নাতীকে তা জীবনের সব অভিজ্ঞতার গল্প বলত, আর তার সব ছিল অদ্ভুত। তাতে থাকত ভয়ানক সব দানব। একসময় সেই দানবদের হাতেই আক্রান্ত হয় এইব। মৃত্যুর আগে সে জেকবকে অনুরোধ করে সে যেন একবার হলেও ওয়েলসের সেই বাড়িটিতে ঘুরে আসে যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিশোর বয়সে তার সময় কেটেছিল। জেকব কিছুটা হলেও মানসিক ভারসাম্য হারায়, অন্তত সবাই তার মনে করে। তার বাবা-মা তাকে এমনকি একজন মানসিক রোগের চিকিৎসকের কাছেও নিয়ে যায়। এরপর তারা তাকে ওয়েলসে যাবার অনুমতি দেয়। সেখানে জেকবের সঙ্গে এমা (এলা পারনেল) নামে এক মেয়ের সঙ্গে পরিচয় হয়। এমার আছে অদ্ভুত ক্ষমতা- সে উড়তে পারে আর অতীতে যেতে পারে। অদ্ভুত শিশুদের সঙ্গে পরিচিত হবার জন্য তার ১৯৪০ সালে চলে যায়। সেখানে মিস পেরেগ্রিনের সঙ্গে তার পরিচয় হয়। মিস পেরেগ্রিন শিশুদের তত্ত¡াবধান করে আর হলোজ নামে দানবদের কাছ থেকে আগলে রাখে যারা মানুষকে তাদের চোখের জন্য হত্যা করে। এখানে এসে জেকব আবিষ্কার করে এখানকার বাসিন্দাদের সঙ্গে তার অনেক মিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।