Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

‘ফাইনাল’ হতে পারে এনরিকে ইগলেসিয়াসের শেষ অ্যালবাম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২১, ১২:১০ এএম

গায়ক এনরিকে ইগলেসিয়াস তার আগামী অ্যালবাম ‘ফাইনাল’-এর ঘোষণা দিয়েছেন আর জানিয়েছেন এটিই সম্ভবত তার শেষ গানের অ্যালবাম। দুই ভলিউমের অ্যালবামটি ১৭ সেপ্টেম্বর মুক্তি পাবে। দুই পপ তারকা রিকি মার্টিন এবং সেবাস্টিয়ান ইয়াত্রার সঙ্গে এক ইনস্টাগ্রাম লাইভে ইগলেসিয়াস জানান গান লেখা তার থামবে না আর এই অ্যালবামটি তিনি অনেকদিন ধরেই পরিকল্পনা করে আসছেন। “এটির ব্যাপারে আমার ভাল বোধ হচ্ছে। অনেকদিন ধরে এর কাজ করছিলাম। আমি একটি অ্যালবামের জন্য দীর্ঘ সময় নিয়ে থাকি। এমন নয় যে কয়েকমাস ধরে এর কথা ভেবেছি বরং এতে কয়েক বছর লেগেছে। “এতে ভলিউম ১ আর ভলিউম ২ থাকবে, তবে এটিই হবে চূড়ান্তৃ আমি যেমন ভেবেছি এটিই আমার জীবনের সেই পর্যায় যখন এই যাত্রা থামাতে হবে।” ‘রিদম ডিভাইন’ গায়ক জানিয়েছেন “কখনও গান তৈরি বন্ধ করব না।” “আমি এটির কথা ২০১৫ থেকে ভেবে এসেছি। আমি সঙ্গীত সৃষ্টি বা গান লেখা বন্ধ করব না। আমি গান রচনা পছন্দ করি, তবে এবার ভিন্ন পদ্ধতিতে তা করব। তবে তা প্যাকেজ অ্যালবাম হবে না। তাই এটির বিশেষ গুরুত্ব আছে,” তিনি বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এনরিকে ইগলেসিয়াস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ