Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এম.এস. ধোনি : দি আনটোল্ড স্টোরি

প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

মহেন্দ্র সিং ধোনি, ভারতের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট খেলোয়াড়দের একজন। রাঁচির এক উদীয়মান খেলোয়াড় থেকে ভারতীয় ক্রিকেট দলের একজন সফল ক্যাপ্টেন হবার গল্প এটি। কাহিনীয় শুরু ২০১১ সাল থেকে। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চলছে সেসময়। ২ এপ্রিল শ্রীলঙ্কা আর ভারতের মধ্যে ফাইনাল খেলা চলছে মুম্বাইয়ের ভাংখেড়ে স্টেডিয়ামে। পর্দায় খেলা দেখছিল ধোনি (সুশান্ত সিং রাজপুত)। সে খেলার দায়িত্ব নিজের হাতে নেয়ার সিদ্ধান্ত নেয়। কর্মকর্তাদের তাই জানায়। কথা ছিল যুবরাজ সিং নামবে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে। তার জায়গায় নামল ধোনি। ব্যাট হাতে সে সিঁড়ি দিয়ে নামতে শুরু করল, ভারতীয় দর্শকরা উচ্ছ¡সিত উল্লাসে তাকে স্বাগত জানায়। এরপর কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে ১৯৮১ সালের রাঁচিতে, রাঁচি তখন ছিল বিহারের অংশ। ৭ জুলাই সেখানেই তার জন্ম। কৈশোরেই খেলাধুলায় তার সাফল্য প্রমাণিত হয়। তারপর ধীরে ধীরে জাতীয় ক্রিকেটে অংশগ্রহণ এবং একসময় দলের ক্যাপ্টেন্সি। নিজ দলে কম বিরোধের মোকাবিলা করতে হয়নি তাকে। শেবাগ আর গম্ভীরের মতো সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে তার তিক্ততা হয়। যুবরাজ সিংয়ের সঙ্গে বিরোধিতা হয়। আর মিডিয়ার সঙ্গে তার বিবাদ তো সর্বজনবিদিত। কিন্তু সব ছাড়িয়ে ভারতের সবচেয়ে নন্দিত ক্রিকেটারে পরিণত হন ধোনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এম.এস. ধোনি : দি আনটোল্ড স্টোরি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ