Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মসজিদে শুটিং, পাকিস্তানি অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২১, ৩:৩৩ পিএম

লাহোরের এক ঐতিহাসিক মসজিদে একটি ডান্স ভিডিও শ্যুট করার অভিযোগে পাকিস্তানি অভিনেত্রী সাবা কামারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল লাহোর ম্যাজিস্টেরিয়াল কোর্ট। পাশাপাশি পাকিস্তানি সংগীতশিল্পী বিলাল সাইদের বিরুদ্ধেও জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। জানা গিয়েছে, আদালতে বার বার ডেকে পাঠানোর পর শুনানিতে হাজির হননি অভিনেত্রী ও সংগীতশিল্পী। তাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৬ই অক্টোবর।

এফআইআর সূত্রে জানা গিয়েছে, মসজিদের ভিতরে নাচের ভিডিও শ্যুট করে ধর্মস্থানের পবিত্রতা নষ্ট করেছেন তারকারা। পাকিস্তানের সাধারণ মানুষ এই অবমাননা মেনে নিতে পারেননি। এই ঘটনাসূত্রে পাকিস্তানের পঞ্জাব সরকার ২ জন সিনিয়র পুলিশ অফিসারকে বরখাস্তও করেছে। তাদের অপরাধ, মসজিদের পবিত্রতা রক্ষা করতে তারা ব্যর্থ হয়েছেন। এমনকি সাধারণ মানুষ এই ঘটনার পর থেকে দুই তারকাকে খোলাখুলি খুনের হুমকিও দেয়। ঘটনা এতটাই গুরুতর আকার ধারণ করে যে সাবা ও বিলালকে ক্ষমা চাইতে হয় পাকিস্তানের মানুষের কাছে। কিন্তু তাতেও দমেননি আমজনতা। শেষ দেখার অপেক্ষায় তারা।

এদিকে সাবা জানিয়েছিলেন, ‘এই মিউজিক ভিডিওতে নিকাহর একটি দৃশ্য ছিল। এই দৃশ্যের শ্যুটিংয়ে কোনও প্লেব্যাক মিউজিক ব্যবহার করা হয়নি, এমনকি এডিটিংয়ের সময়ও কোনও মিউজিক ট্র্যাক যোগ করা হয়নি।’

পাকিস্তানের পাশাপাশি বলিউডেও বেশ জনপ্রিয় সাবা কামার। ইরফান খানের সঙ্গে ‘হিন্দি মিডিয়াম’ ছবিতে দেখা গিয়েছিল তাকে। সোশ্যাল মিডিয়াতেই দারুণ অ্যাক্টিভ সাবা। বার বার নানা কারণে বিতর্কেও এসেছেন এই অভিনেত্রী। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ কান্দিল বালোচের বায়োপিকে অভিনয় করে বিতর্কের মুখে পড়ে ছিলেন সাবা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ