Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রান্সে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত খন্দকার তালহা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২১, ৩:১২ পিএম

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় শাখার মহাপরিচালক খন্দকার মোহাম্মদ তালহাকে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমান রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেনের স্থলাভিষিক্ত হবেন।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কূটনীতিক খন্দকার তালহা বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি কূটনীতিক হিসেবে নিউইয়র্ক এবং জেনেভায় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে কাজ করেন, সেখানে তিনি জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থার একটি ব্যুরোতে নির্বাচিত হন। তালহা তেহরান ও লন্ডন বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেছেন।
এর আগে খন্দকার তালহা ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ অব প্রটোকল হিসেবে দায়িত্ব পালন করেন এবং দক্ষিণ এশিয়া এবং বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়ক শাখায় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।



 

Show all comments
  • Tanzil Hasan ১০ সেপ্টেম্বর, ২০২১, ৮:৪২ পিএম says : 0
    অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়ার জন্য।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন রাষ্ট্রদূত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ