Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিসিইউতে ভর্তি অভিনেত্রী ডেইজি আহমেদ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২১, ১০:১১ এএম

ঢাকাই সিনেমার মহানায়ক খ্যাত বুলবুল আহমেদের স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী ডেইজি আহমেদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)’তে ভর্তি হয়েছেন। শ্বাসকষ্ট, হৃদস্পন্দন ও অক্সিজেন লেভেল কমে যাওয়ায় বেশ কিছু সমস্যায় ভুগছেন তিনি। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ডেইজি আহমেদের মেয়ে অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ।

ঐন্দ্রিলা আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘গত ২৫ জুলাই করোনায় আক্রান্ত হন তার মা। আগস্টে সেরে ওঠেন। কিন্তু করোনাজনিত শারীরিক কিছু জটিলতা থেকেই যায়। সেটাই ক্রমে বাড়তে থাকে। এর মধ্যে গত ৪ সেপ্টেম্বর শ্বাসকষ্ট, হৃদস্পন্দন ও অক্সিজেন লেভেল কমে যাওয়ায় বেশ কিছু সমস্যা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি সিসিইউতে আছেন। আম্মুর জন্য সবাই দোয়া করবেন।’

ঐন্দ্রিলার বড় বোন তাহসিন ফারজানা তিলোত্তমা গণমাধ্যমকে বলেন, ‘গত ১ সেপ্টেম্বর রাতে হঠাৎ করেই জ্ঞান হারিয়ে পড়ে যান মা। অনেক সময় পরে বুঝতে পারেন, ঠান্ডা লাগছে। কিন্তু কী হয়েছিল, কিছুই মনে ছিল না। এর পর থেকে আম্মার শ্বাসকষ্টের সঙ্গে অন্যান্য জটিলতা বাড়তে শুরু করে। দ্রুত তাকে আমরা চিকিৎসকের কাছে নিয়ে যাই।’

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরও বলেছেন, ‘চিকিৎসকেরা পেসমেকার লাগানোর কথা বলছেন। কিন্তু মায়ের শারীরিক অবস্থার কারণে পেসমেকার লাগানোর মতো অবস্থা নেই। তবে শ্বাসকষ্ট কমে গেলে লাগানোর দরকার নেই।’

উল্লেখ্য, প্রয়াত অভিনেতা বুলবুল আহমেদের স্ত্রী ডেইজি আহমেদ অভিনয়ের পাশাপাশি একজন রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবেও পরিচিত। ১৯৯৬ সালে ‘তোমার রাগে অনুরাগী’ শিরোনামে তার একটি রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম প্রকাশিত হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি ‘সয়লাব’, ‘রূপান্তর’ নাটকে অভিনয় করেন। টিভিতে তিনি প্রথম অভিনয় করেন মালঞ্চ নাটকে। তিনি তিন সন্তানের মা। তার এক পুত্র শুভ ও দুই কন্যা তিলোত্তমা এবং ঐন্দ্রিলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেইজি আহমেদ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ