নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দর্শকরা হয়তো তখন কেবলই নড়েচড়ে বসছে। কিক অফের পর সতীর্থের লম্বা করে বাড়ানো বল সিমন এমভুসা পেলেন ডি—বক্সে। এগিয়ে গিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন প্রতিপক্ষের গোলরক্ষক। সঙ্গে সঙ্গে রেফারি বাজালেন পেনাল্টির বাঁশি। ম্যাচের বয়স তখন কত? ৫ সেকেন্ড! ঘটনাটি ঘটেছে গতপরশু তানজানিয়া ও মাদাগাস্কারের ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। শুরুতে ওই পেনাল্টি পায় তানজানিয়া। সফল স্পট কিকে দলটিকে এগিয়ে নেন অধিনায়ক এরাস্তো। ম্যাচটি ৩—২ ব্যবধানে জিতে আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ‘জে’ গ্রুপের শীর্ষে ওঠে তানজানিয়া।
দ্রুততম পেনাল্টির অফিসিয়াল কোনো রেকর্ড অবশ্য নেই। তবে ২০১৪ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঘানার বিপক্ষে ১০ সেকেন্ডে পেনাল্টি পেয়েছিল মন্টেনিগ্রো। সেটি থেকেই হয়েছিল ওই ম্যাচের একমাত্র গোল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।