Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভেঙে যেতে পারে যে কোনো মুহূর্তেই

ঝুঁকিপূর্ণ খোট্টারচর সেতু

বরগুনা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

বরগুনার তালতলী উপজেলা শহরের পশ্চিম প্রান্তের খোট্টারচর এলাকার একটি সংযোগ সেতু দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোন মুহূর্তে সেতু ভেঙে যেতে পারে। কিন্তু দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সেতুটি সংস্কারের উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

তালতলী শহরের মাছ বাজার সংলগ্ন ভাড়ানি খালের উপরে নির্মিত জনগুরুত্বপূর্ণ এ সেতুটি ২০০৭ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে বিভিন্ন অংশ ভেঙে যায়। সিডরের পর থেকে এখন পর্যন্ত সেতুটির কোন সংস্কার করা হয়নি। সেতু দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে। বর্তমানে সেতুটির অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। যেকোনো মুহূর্তে ভেঙে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
তালতলী বাজারের মৎস্য ব্যবসায়ী দেনছের আলী হাওলাদার জানান, নিশানবাড়িয়া ইউনিয়ন ও বড়বগী ইউনিয়নের সংযোগের অন্যতম প্রধান মাধ্যম এ সেতুটি। নিশানবাড়ীয়া ইউনিয়নের জনবসতিপূর্ণ একটা অংশ খোট্টারচর। এ এলাকা পায়রা নদীর তীরবর্তী হওয়াতে এখানকার মানুষ ঝড়, জলোচ্ছ্বাসে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এ এলাকার অধিবাসীদের উপজেলা শহরে যাওয়ার একমাত্র সংযোগ সেতু এটি। প্রতিদিন হাজারো মানুষ এ সেতুটির উপর দিয়ে যাতায়াত করে। সেতুটির নিচের লোহার পাইলিং ভেঙে গিয়ে আলাদা হয়ে গেছে। বন্যার আঘাতেও বিভিন্ন অংশ ভেঙে গেছে। এ ছাড়াও সেতুটি একদিকে হেলে পড়েছে। দীর্ঘদিন যাবৎ ছোট কোনো যানবাহনও চলাচল করতে পারে না। স্থানীয়রা জানান, এই সেতু দিয়ে যাতায়াত করা খুবই ঝুঁকিপূর্ণ। এ কারণে প্রায় ৫ কিলোমিটার দূরের বিকল্প পথ দিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীর।
সরেজমিনে দেখা যায়, উপজেলার তালতলী সরকারি কলেজ সংলগ্ন আয়রন ব্রিজটি একেবারেই ঝুঁকিপূর্ণ। বিকল্প পথে মানুষ চলাচল করছে। এছাড়াও কড়ইবাড়িয়া ইউনিয়নের বেহালা, শানুর বাজার, সওদাগরপাড়াসহ বিভিন্ন এলাকার আয়রন ব্রিজগুলো বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ ও চলাচলের অনুপযোগী। জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে পথচারীদের।
তালতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, সমুদ্র তীরবর্তী এলাকা নিশানবাড়ীয়া ইউনিয়নের খোট্টারচর এলাকার বেশিরভাগ মানুষজন জেলে। তারা মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করে। এখানকার মানুষদের উপজেলা শহরের সাথে সংযোগের একটিমাত্র পথ মাছ বাজার সংলগ্ন এই সেতুটি দীর্ঘদিন সংস্কার না করার ফলে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় সংযোগ সেতু, কালভার্ট দীর্ঘদিন সংস্কার না করার ফলে চলাচলের অনুপযোগী হয়ে গেছে।
তালতলী এলজিইডি উপজেলা প্রকৌশলী আহম্মদ আলী বলেন, তালতলী উপজেলার বিভিন্ন এলাকার সংযোগ ব্রিজ ও কালভার্ট ঝুঁকিপূর্ণ আছে। সেগুলো দ্রুত সংস্কার করা হচ্ছে। এছাড়া চলাচলের অনুপযোগী ব্রিজগুলোর তালিকা করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খোট্টারচর সেতু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ