Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ প্রচার হবে নাটক নূরুলের শেষের কবিতা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

এনটিভিতে আজ রাত ৯.৩০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘নূরুলের শেষের কবিতা’। লিমন আহমেদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নিকুল কুমার মন্ডল। অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা, ইমতিয়াজ বর্ষন, মাসুম বাশার, মিলি বাশার, শহীদুল্লাহ সবুজ, আনন্দ খালেদ, হোচিমিন ইসলাম প্রমুখ। এক সময়ের ডাক সাইটে সুন্দরী কবিতা অনেকদিন পর মহল্লায় ফিরে আসে। স্বামীর সঙ্গে সে কলকাতায় থাকেেতা। কবিতার প্রত্যাবর্তনে উল্লাস বয়ে যায় মহল্লার কবি সংঘে। এ সংঘের সভাপতি কবি নূরুল একসময় ভালোবাসতো কবিতাকে। খবর পেয়ে নূরুল কবিতাকে দেখতে তার বাড়ি যায়। কিন্তু কবিতার সাড়া মেলে না। চিঠিতে কবিতা লিখলে জবাব আসে। কিন্তু মানুষ কবিতার দেখা মেলেনা। নূরুল জানতে চায়, কবিতার স্বামী-সংসারের খবর। সেসব চেপে যায় কবিতা। বিষয়টি রহস্যের জন্ম দেয় নূরুলের মনে। হঠাৎ জানা যায়, কবিতা ক্যান্সারে আক্রান্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নূরুলের শেষের কবিতা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ