রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা
গাজীপুরের শ্রীপুরের কেওয়া বাজারে প্রকাশ্যে দিবালোকে গত দু’দিন ধরে চলছে কোটি টাকা মূল্যের জমি জবর দখল। প্রতিপক্ষরা আদালতে দেয়া অঙ্গীকারনামা ভঙ্গ করে প্রভাবশালীদের ছত্রছায়ায় জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, কেওয়া বাজারে আ: হামিদ ও ছাবেদ আলীদের মধ্যে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৯ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। জমির দখল ও শান্তি শৃংখলা বজায় রাখতে আব্দুল হামিদ বাদী হয়ে আদালতে পি: মো: নং ১১১৯/১৫ দায়ের করেন। উক্ত মামলার দ্বিতীয় পক্ষ ছাবেদ আলী বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করবে না মর্মে আদালতে লিখিত অঙ্গীকার প্রদান করেন। আব্দুল হামিদ অভিযোগ করেন, আদালতের অঙ্গীকারনামা ভঙ্গ করে ছাবেদ আলী একদল অস্ত্রধারী ভাড়াটে সন্ত্রাসী নিয়ে মঙ্গলবার গভীর রাত থেকে তার মালিকানাধীন জমি জবর দখল শুরু করে। এ ব্যাপারে শ্রীপুর থানা পুলিশকে অবহিত করার পরও পুলিশ কোন কার্যকরী ভূমিকা নেয়নি। গত দু’দিন ধরে জবর দখলকারীরা প্রকাশ্যেই ওই জমিতে স্থাপনা নির্মাণ করছে। এ ব্যাপারে শ্রীপুর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, কাগজপত্র পর্যালোচনা করে আদালতের আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।