Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় করোনা সংক্রমণ নেমে এসেছে ৪ শতাংশে

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২১, ৩:০৫ পিএম

করোনার হটস্পট বলে পরিচিত খুলনায় করোনার সংক্রমণ অনেকটাই কমে এসেছে। গত ২৪ ঘন্টায় পরীক্ষা বিবেচনায় করোনার সংক্রমণ ৪ শতাংশে নেমেছে। এর আগে মঙ্গলবার এ হার ছিল ৯ শতাংশ, সোমবার ৮ শতাংশ। এদিকে, জেলায় মৃত্যুর সংখ্যাও তুলনামূলকভাবে কমেছে। আজ বুধবার ২ জন, মঙ্গলবার ১ জন ও সোমবার ৩ জন মারা যান।

খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় ৩৫৮ টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত হয়েছেন ১৭ জন। অগেরদিন মঙ্গলবার ৪০৪ টি নমুনা পরীক্ষায় ৩৭ জন এবং সোমবার ৩০০ টি নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। সংক্রমণের শুরু থেকে আজ বুধবার পর্যন্ত সমগ্র জেলায় মোট ১ লাখ ৩৭ হাজার ৪১১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত বা আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৫৩৮ জন। প্রাণহানি হয়েছে ৭৪৫ জনের। গত ৯ জুলাই জেলায় সর্বোচ্চ একদিনে ২৭ জনের মৃত্যু হয়েছিল। সার্বিকভাবে বলা যায়, খুলনায় করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ