Inqilab Logo

বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিশ্বব্যাংক মিশন

প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের শিক্ষার উন্নয়নে বিশ্বব্যাংকের অর্থায়নে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীনে ১৩০ মিলিয়ন ইউএস ডলারের ‘‘ঈড়ষষবমব ঊফঁপধঃরড়হ উবাড়ষবঢ়সবহঃ চৎড়লবপঃ (ঈঊউচ)’’ শীর্ষক একটি প্রকল্প গৃহীত হতে যাচ্ছে। উক্ত প্রকল্পটি চূড়ান্ত করার লক্ষ্যে গতকাল (বুধবার) বিশ্বব্যাংক মিশনের একটি প্রতিনিধি দল জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে এক যৌথ সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ। বিশ্বব্যাংক প্রতিনিধি দলে ছিলেন ইউকো নাগাশিমা, মোঃ মোখলেসুর রহমান, টিএম আসাদুজ্জামান, মোহাম্মদ আসহাবুর রহমান, শিরো নাকাতা, হেনা মুখার্জি, তাসমিনা রহমান এবং ড. লুৎফর রহমান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, ডীনবৃন্দ, রেজিস্ট্রার ও অন্যান্য বিভাগীয় প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন। প্রস্তাবিত প্রকল্পটি বাংলাদেশের কলেজ পর্যায়ের উচ্চ শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়। সভা শেষে নটিংহাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ক্রিস্টিন ইন্নিউ ভাইস চ্যান্সেলরের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিশ্বব্যাংক মিশন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ