Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বি-রাষ্ট্র সমাধানে কর্মসূচির আহ্বান ফিলিস্তিনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মাদ ইশতায়ি ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী ‘দ্বি-রাষ্ট্র সমাধানের’ বাস্তবতা মেনে নিয়ে ফিলিস্তিনি জনগণের ব্যাপারে একটি শান্তি কর্মসূচি উপস্থাপনে ইসরাইলের সরকারের প্রতি সোমবার আহ্বান জানিয়েছেন। খবর সিনহুয়ার। এক সংবাদ বিবৃতি অনুযায়ী, ইশতায়ি এখানে ফিলিস্তিনি মন্ত্রিপরিষদকে বলেন, সংঘাত বন্ধে ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের প্রস্তাবিত পরিকল্পনা আন্তর্জাতিক স¤প্রদায়ের চোখে ধূলা দেওয়া ছাড়া আর কিছু না। ইশতায়ি বলেন, ‘আমাদের দৃঢ় বিশ্বাস যে যুক্তরাষ্ট্র বা ইউরোপ বেনেটের পরিকল্পনা মেনে নেবে না।’ এ ব্যাপারে তিনি আরও বলেন, ফিলিস্তিনি ভূমি হ্রাসের এবং ফিলিস্তিনে ইসরাইল ভোগদখলের পূর্বাবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সংঘাত হ্রাস করা হচ্ছে একটি পরিকল্পনা। কনফারেন্স অব প্রেসিডেন্ট অব মেজর আমেরিকান জুয়িশ অর্গানাইজেশনের নেতাদের সাথে অফ-রের্কড জুম কলে শুক্রবার বেনেটের পরিকল্পনা প্রকাশ করা হয় বলে ইশতায়ি উল্লেখ করেন। বেনেটের বরাত দিয়ে ইসরাইলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ‘ফিলিস্তিনের সাথে উত্তেজনা হ্রাসে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলেও সেখানে রাজনৈতিক ব্যাপক অগ্রগতি অর্জিত হচ্ছেনা’ এবং ‘সকলে মনে করছে যে নিকট ভবিষ্যতে ইসরাইলের সাথে আমরা রাজনৈতিক বড় ধরনের অগ্রগতি আশা করতে পারছি না।’ ইশতায়ি মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠকে বলেন, ‘ফিলিস্তিনের সাথে উত্তেজনা হ্রাস পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসতি স্থাপন বন্ধের এবং ইসরাইলি দখলদারিত্ব অবসানের সময়সীমা বেঁধে দেওয়ার মাধ্যমে হতে পারে। অন্যথায়, এ সংঘাতের কোনও সুরাহা ঘটবে না।’ সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ