Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃষ্টির দেবীকে খুশি করতে ভারতের রীতি...

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

বৃষ্টি নামানোর জন্য ভারতের মধ্য প্রদেশের এক গ্রামে ৬টি বালিকাকে নগ্ন করে হাঁটানো হয়েছে। তাদের বেশির ভাগেরই বয়স ৫ বছর। এ ঘটনা ঘটেছে প্রচন্ড খরায় জ্বলতে থাকা বুন্ডেলখন্ড অঞ্চলের এক গ্রামে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, বালিকাদের নগ্ন করে ফেলা হয়েছে। তাদের কাঁধের ওপর দেয়া হয়েছে কাঠের তৈরি বর্শা। এর মাথায় বেঁধে দেয়া হয়েছে ব্যাঙ। স্থানীয়রা বিশ্বাস করেন, এর মধ্য দিয়ে বৃষ্টির দেবী সন্তুষ্ট হবেন এবং ওই অঞ্চলে বৃষ্টি বর্ষণ করবেন। এ ঘটনায় দামোহ জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়েছে ভারতের শিশু অধিকার সুরক্ষা বিষয়ক জাতীয় কমিশন। গ্রামটি ওই জেলায় অবস্থিত। তবে ওই ঘটনা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ পাওয়ার কথা অস্বীকার করেছে মধ্যপ্রদেশ পুলিশ। তবে তারা তদন্ত শুরু করেছে। ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই’কে দামোহ জেলার এসপি ডিআর তেনিওয়ার বলেছেন, যদি দেখা যায় কেউ ওই বালিকাদের নগ্ন হয়ে হাঁটতে বাধ্য করেছেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ওই ভিডিওতে দেখা যায় এসব বালিকা দলবেঁধে হাঁটছে। এ সময় তাদের সঙ্গে বৃষ্টি নামানোর গীত গেয়ে অগ্রসর হচ্ছেন একদল নারী। তাদের এই বৃষ্টি নামানোর গীত চলতে থাকে এবং তারা গ্রামের প্রতিটি বাড়িতে থামে। বাড়িগুলো থেকে এ সময় সংগ্রহ করা হয় খাদ্যশস্য। পরে তা দান করা হয় স্থানীয় একটি মন্দিরের কমিউনিটি কিচেনে। এতে যোগ দিয়েছিলেন এমন একজন নারী বলেছেন, আমরা বিশ্বাস করি এর ফলে বৃষ্টি নামবে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ