Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ৮০ হাজার টাকা জরিমানা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২১, ৫:২১ পিএম

খুলনার তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার দুপুরে অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ইব্রাহীম হোসেন ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুরোন-বাসী খাদ্য উপকরণ প্রক্রিয়াজাত করে পুনরায় বেকারী খাদ্য প্রস্তুতের অভিযোগে ফুলতলার দক্ষিণডিহির তিতাশ বিস্কুট কোম্পানিকে ৫০ হাজার টাকা; চিপসের মোড়কে মেয়াদ ও মূল্য না থাকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরী করায় ফুলতলা বাজারের এইচ আর ফুড কে ১০ হাজার টাকা; নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও খাবারে কাপড়ের রং ব্যবহার করায় একই বাজারের নিউ চাদপুর বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা

১৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ