Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় করোনা ও উপসর্গে ২জনের মৃত্যু

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২১, ৩:৩৯ পিএম

বগুড়ায় করোনা ও উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এ জেলার বিভিন্ন হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে।
তবে এরা বগুড়া জেলার অধিবাসী নয়। একই সময়ে জেলায় নতুন করে ২৪৬ নমুনায় আরও ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ৯ দশমিক ৩৪শতাংশ। গতদিনের চেয়ে সংক্রমণ ৪ শতাংশ বেড়েছে। এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১২জন। বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদ-উল-হক মঙ্গলবার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।

ডা. সাজ্জাদ জানান, নতুন করে বগুড়ার কেউ মারা না যাওয়ায় মোট মৃত্যুর সংখ্যা ৬৬৯জনেই অপরিবর্তিত রয়েছে।
ডা. সাজ্জাদ আরও জানান, সোমবার মোট ২৪৬টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৯জনের এবং এন্টিজেন পরীক্ষায় দুইজন করোনা পজিটিভ ছিলেন। এছাড়া টিএমএসএস ল্যাবে দুইজনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
নতুন আক্রান্ত ২৩জনের মধ্যে সদরে ২০ শিবগঞ্জে ২ এবং বাকি একজন দুপচাঁচিয়ার বাসিন্দা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ