Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণে আরো দু জনের মৃত্যু, আক্রান্ত ৭৬

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২১, ২:১৫ পিএম

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণে মৃত্যুর মিছিল থামছে না। মঙ্গলবার দুপুরের পূর্ববর্তী ২৪ ঘন্টায় বরিশাল ও বরগুনাতে আরো দুজনের মৃত্যুর সাথে আরো ৭৬ আক্রান্তের খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ। মৃত দুজনই নারী। এরমধ্যে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বরিশালের উজিরপুরের ৬০ বছরের এক নারী টানা ৩০ দিন চিকিৎসাধীন থাকার পরে মারা গেছেন। বরগুনার পাথরঘাটার ৭৫ বছর বয়স্কা অপর এক নারী ঘরে চিকিৎসা নিলেও উপজেলা হাসপাতালে আনার পরেই মৃত্যুবরন করেন।
ফলে করোনা সংক্রমনে দক্ষিণাঞ্চলে মৃত্যুর সংখ্যা ৬৬৬ জনে উন্নীত হল। গড় মৃত্যুহার দশমিক ১ ভাগ বেড়ে এখন ১.৫১%। আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৩৩০। এনিয়ে চলতি মাসের প্রথম সপ্তাহেই দক্ষিণাঞ্চলে ৫৭৫ জন আক্রান্তের মধ্যে ১২ জনের মৃত্যু হল। গড় আক্রান্তের হার এখন ২১.৯৯%। স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় আরো ৩৪০ জন সহ সর্বমোট ৪১ হাজার ৩২৯ জন সুস্থ হয়ে উঠেছেন। গড় সুস্থতার হার ৯২.৫৬%।

গত ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে সর্বাধীক আক্রান্তের তালিকায় ছিল ভোলা, ২৯ জন। জেলাটিতে ইতোমধ্যে ৬ হাজার ৬৪৭ জন আক্রান্তের মধ্যে ৮৯ জনের মৃত্যু হয়েছে। মহানগরীতে ১৩ জন সহ বরিশালেও এসময়ে ২৮ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ফলে মহানগরীতে ১০ হাজার ৩০৯ জন সহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৩০ জনে উন্নীত হল। জেলায় মৃতের সংখ্যা ২২৪ জনেরর মধ্যে মহানগরীতেই ১০১ জন।

পিরোজপুরে গত ২৪ ঘন্টায় নতুন ১২ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে জেলাটিতে মোট শনাক্তের সংখ্যা ৫ হাজার ১৯০ জনে উন্নীত হল। ইতোমধ্যে ৮৯ জনের মৃত্যু হয়েছে। বরগুনাতেও এসময়ে ৪ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে একজনের। জেলাটিতে এ পর্যন্ত ৩ হাজার ৭৬৬ জন আক্রান্তের মধ্যে ৯৬ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ঝালকাঠীতে দুজন করোনা সংক্রমনের শিকার হয়েছেন। ফলে জেলাটিতে মোট শনাক্তের সংখ্যা দাড়িয়েছে ৪ হাজার ৫৭০ জনে। ছোট এ জেলাটিতে এপর্যন্ত মৃত্যু হয়েছে ৬৯ জনের। আর পটুয়াখালীতে এসময়ে একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। জেলাটিতে ইতোমধ্যে ৬ হাজার ১২৭ জন আক্রান্তের মধ্যে মারা গেছেন ১০৭ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ