মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তালেবান শাসনে সুখে আছে আফগানিস্তান। এমন মন্তব্য করেছেন ভারতের ঝাড়খন্ডের কংগ্রেসের এমপি ইরফান আনসারি। তার দাবি, মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যরাই আফগানিস্তানের শিশু ও মহিলাদের উপর অত্যাচার চালাচ্ছিল।
গত শুক্রবার ঝাড়খন্ড বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম সেশনের পর আনসারি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যরা দীর্ঘদিন ধরেই আফগানিস্তানের শিশু ও মহিলাদের উপর অত্যাচার চালাচ্ছে। যার বিরুদ্ধে লড়াই চালাচ্ছিল তালিবান’।
তিনি বলেন, ‘আফগানিস্তানের মানুষ এখন তালেবান শাসনে সুখে শান্তিতে রয়েছেন। আমেরিকাই নির্যাতন চালাচ্ছিল ওই দেশে। বহিরাগতদের ষড়যন্ত্র এবং হিংসা বন্ধের লড়াই চালাচ্ছিল তালেবান’।
স্বাভাবিকভাবেই নেতার এমন মন্তব্যে বিজেপির পক্ষ থেকে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন যেন দ্রæত আনসারির ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও তোলা হয়েছে।
ঝাড়খন্ডের মুখপাত্র প্রদীপ সিনহা বলেন, ‘মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছে আমার একটাই আবেদন। আর তা হচ্ছে ইরফান আনসারির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আপনার কি মতামত তা প্রকাশ্যে আনুন’। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্থান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।