Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোয়ালন্দে ওয়েস্কেল গলার কাঁটা

সৃষ্টি হচ্ছে যানজট

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কোর্ট চত্বর সংলগ্ন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) স্থাপিত ওয়েস্কেলটি এখন গলার কাঁটা। ওয়েস্কেলে ওজন দিতে আসা গাড়ির দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। এতে মহাসড়কে গাড়ি স্বাভাবিক গতিতে চলতে না পারায় কয়েক কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হচ্ছে। মহাসড়ক সংলগ্ন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ পথ বন্ধ হয়ে চরম দূর্ভোগে পড়তে হচ্ছে চিকিৎসা নিতে আসা রোগীদের।

জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন স্থাপিত ডিজিটাল ওয়েব্রীজ স্কেলটি মাঝে মধ্যে নানা ধরনের ত্রুটির কারণে সমস্যা দেখা দেয়। এছাড়া স্কেলটির দুই পাশের অ্যাপ্রোচ সড়ক ভাঙ্গাচোড়া ও ওজন পরিমাপক ওয়েস্কেলও গত বৃহস্পতিবার থেকে বিকল হয়ে পড়ে আছে। যার ফলে ওজন স্লিপ নিতে আসা পণ্যবাহী গাড়ির মালের চালান রসিদের সাথে ওজন স্লিপ হাতে লিখে দেওয়ার কারণে অনেক সময় লাগছে। এতে করে যানবাহনের বাড়তি চাপ সামাল দিয়ে উঠতে না পারায় মহাসড়কে স্কেল এলাকায় ব্যাপক যানজট তৈরি হচ্ছে। যানজটের কারণে পাশেই থাকা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট বন্ধ হয়ে যায়।
এদিকে ওয়েস্কেল থেকে মাত্র ৬ কিলোমিটার পরই দৌলতদিয়া ঘাটে গিয়ে ফের লম্বা লাইনের সিরিয়ালে পড়তে হয়। ফলে বাড়তি ভোগান্তিতে পড়তে হয় যানবাহনের যাত্রী ও চালকদের।
সরেজমিনে দেখা যায়, স্কেলের বিপরীত পাশে মহাসড়ক জুড়ে পাশাপাশি দুটি গাড়ি আসা যাওয়ায় অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে। এছাড়া অ্যাপ্রোচ সড়ক ভাঙ্গাচোড়া ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে ওজন নিতে আসা পণ্যবাহী ট্রাকগুলো অনেকটা জায়গা ঘুড়ে স্কেলে উঠতে হয় এবং উঠতে গিয়ে মাঝে মধ্যে ঘটে দুর্ঘটনা ঘটে। এ সময় এসব গাড়ির কারণে মহাসড়ক আটকে যানজট সৃষ্টি হয়। যানবাহন চলাচল বন্ধ হয়ে কোন কোন সময় স্কেল থেকে মহাসড়কে ২-৩ কিলোমিটার পর্যন্ত যানজট দেখা দেয়।
স্থানীয়রা জানিয়েছে, স্কেলটির কারণে প্রায় প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত এমনকি প্রতিদিন রাতেও দীর্ঘ যানজট তৈরি হচ্ছে। এতে করে দৌলতদিয়া ঘাটের মতোই চিত্র এখানেও লক্ষ্য করা যায়। এমনকি যানজটের কারণে একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ পথটিও পর্যন্ত বন্ধ হয়ে যাওয়ায় অনেককে রোগী নিয়ে ভোগান্তিতে পড়তে হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন বলেন, গত বৃহস্পতিবার থেকে ওয়েস্কেলটি যান্ত্রিক ত্রুটির কারণে ডিজিটাল স্লিপ দেয়া যাচ্ছে না, হাতে লিখে প্রত্যেকটি ট্রাকের ওজনের স্লিপ দেয়া হচ্ছে। যার কারণে একটু সময় লাগছে। যানজটের বিষয়ে বলেন, গোয়ালন্দ মোড় থেকে পুলিশ একযোগে ট্রাক ছেড়ে দিলে ওয়েস্কেল এলাকায় সাময়িকভাবে যানজট তৈরি হয়। তবে স্কেলটি অন্যত্র স্থাপনের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়েস্কেল গলার কাঁটা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ