বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদারীপুরে ৩৩৩ নম্বরে কল করে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেয়েছে ৬ শ’ পরিবার। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের আছমত আলী খান স্টেডিয়ামে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, আমরা ৩৩৩ নম্বরে কল পেয়েছি প্রায় এক হাজার। এর মধ্যে একই পরিবার থেকে একাধিক কল এসেছে। এসব কল যাচাই-বাছাই করে ৬ শ’ পরিবারের তালিকা তৈরি করে তাদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ করেছি। যারা এই খাদ্য সামগ্রী পেয়েছেন তারা মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবার। করোনায় এদের অনেকে কর্মহীন হয়ে পড়েছেন। লোক লজ্জার ভয়ে এরা লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে আসেন না; অথচ এরা কষ্টে আছেন। আগামীতেও এ ধরণের কর্মকান্ড অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুদ্দিন গিয়াস, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মো. আবেদ আলী, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিউর রহমানসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।