Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে ৭শ’ একর বনভূমি লিজ বন্ধের দাবি

কক্সবাজার ব্যুরো : | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

কক্সবাজার নাগরিক ফোরামের সভায় বক্তারা বলেছেন, সমুদ্র পাড়ের ৭শত একর বন বিভাগের জমি ব্যক্তি মালিকানায় লিজ দেয়ার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সরকারকে নানান ভাবে বিভ্রান্ত করতে প্রশাসন একাডেমির নাম দিয়ে কক্সবাজারের মুল্যবান বনভূমি দখলের পরিকল্পনা নিচ্ছে সরকারি কিছু কর্মচারী। বক্তারা বলেন, কক্সবাজারে সরকারের উন্নয়নের মহাপরিকল্পনা নস্যাৎ করতে কতিপয় লোকজন বনবিভাগের বনভূমির জমি লিজ দিতে এবং নিতে মেতে উঠেছে। তারা বলেন, অবিলম্বে পরিবেশ সঙ্কটাপন্ন এলাকায় এই অবৈধ লিজ প্রক্রিয়া বন্ধ করতে হবে। সভায় চূড়ান্ত আন্দোলনের বিভিন্ন কর্মসূচি নেয়া হয়। গত রোববার সন্ধ্যায় শহরের এক অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে কক্সবাজার নাগরিক ফোরাম কর্তৃক আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আ ন ম হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার পৌরসভার ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আ জ ম মাঈন উদ্দীন, নাগরিক ফোরামের উপদেষ্টা সাংবাদিক সাইফুল ইসলাম চৌধুরী, সেক্রেটারি প্রফেসর আনোয়ারুল হক, জাসদ নেতা মোহাম্মদ হোসেন মাসু, অ্যাডভোকেট আব্দুর রহিম, আব্দুল মতিন আজাদ, সাংবাদিক মোর্শেদুর রহমান খোকন, ইব্রাহিম খলিল মামুন, শ ম ইকবাল বাহার চৌধুরী, নেজাম উদ্দিন, ব্যবসায়ী কামরুল ইসলাম চৌধুরী, কবি জিয়াউল করিম, আবুতাহের কুতুবি, মো. হোসাইন রশিদ, আদনান মনছুর, কার্তিক দাশ গুপ্ত প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বনভূমি লিজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ