বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: সাইফুর রহমান দৈনিক ইনকিলাবকে বললেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে সোমবার (৬ সেপ্টেম্বর) পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ৭৩ জন।
এর মধ্যে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৫৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৯ জন। জেলায় করোনায় মারা গেছেন মোট ৫১০ জন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা: সিদ্দিকুর রহমান ইনকিলাবকে বলেন, গত সোমবার (৬ সেপ্টেম্বর) পিসিআর ল্যাবে শনাক্ত ৬৯ জনের মধ্যে আলফাডাঙ্গায় ১ জন, ভাঙ্গায় ৩, বোয়ালমারীতে ২, নগরকান্দায় ৯, মধুখালীতে ৭, সদরপুরে ১, সালথায় ১ এবং ফরিদপুর সদরে ৪৫ জন রয়েছেন। বাকি চারজন র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় ফরিদপুরে করোনার উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে ২৩৭ নমুনা পরীক্ষা করে ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৮০।
গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে শনাক্তের হার দ্বিগুণেরও বেশি হয়েছে। এ নিয়ে ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৯৬১ জনে। মৃত তিনজনের মধ্যে ফরিদপুরের একজন এবং গোপালগঞ্জের দুজন রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।