বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশেষ সংবাদদাতা : সরকারের সচিব পর্যায়ে রদবদল হয়েছে। এতে ওএসডি হওয়ার ছয় মাস ২০ দিন পর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক সচিব এম আসলাম আলমকে নতুন দপ্তর দিয়েছে সরকার। গত ১৬ মার্চ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলমকে ওএসডি করেছিল সরকার। ১৯৮২ সালের বিশেষ বিসিএস ব্যাচের কর্মকর্তা এম আসলাম ২০১২ সালের ৫ নভেম্বর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের দায়িত্বে যোগ দেন। এ ছাড়া নির্বাচন কমিশন এবং স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। গত বুধবার এ সংক্রান্ত আলাদা আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আসলাম আলমকে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর করে সেখানকার রেক্টর মুহাম্মদ আবদুল্লাহকে নির্বাচন কমিশনের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। আর নির্বাচন কমিশনের সচিব মো. সিরাজুল ইসলামকে পাঠানো হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে। ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় ওএসডি কর্মকর্তা মো. জিল্লার রহমানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়েছে সরকার। অতিরিক্ত সচিব থেকে ভারপ্রাপ্ত সচিব করার পর সাবেক ঢাকা বিভাগীয় কমিশনার জিলারকে কোনো দপ্তরে পদায়ন করেনি সরকার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।