Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদ্বয়ের বিদায় ও বরন

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২১, ২:২৯ পিএম

ভোলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বিদায়ী নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম এবং নব যোগদানকৃত নির্বাহী প্রকৌশলী আবু সালেহ মোঃ নুরনবী প্রকৌশলীদ্বয়ের বিদায় ও বরন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৬ সেপ্টেম্বর সোমবার দুপুর ২ টায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মোঃ সৌরব আলী,উপ সহকারী প্রকৌশলী মোঃ মনির হোসেন,উপ সহকারী প্রকৌশলী মোঃ আকতার হোসেন, উপ সহকারী প্রকৌশলী মেহীদি হাসান, সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা ই ডি এম হানিফ খান, বিশিস্ট ঠিকাদার মোঃ লেলীন, ঠিকাদার এমরান বকসি, ঠিকাদার কাজী কামাল, ঠিকাদার মোঃ হারুন অর রশিদ প্রমুখ। এসময় বিদায়ী নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম বলেন আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে সামনের দিনগুলোতেও সুন্দর ও সঠিকভাবে দায়ীত্ব পালন করতে পারি। নব যোগদানকৃত নির্বাহী প্রকৌশলী আবু সালেহ মোঃ নুরনবী বলেন সকলের সমন্বয়ে সরকারী সিডিউল অনুযায়ী কাজ করতে হবে এক্ষেত্রে সবাই সচেতন থাকতে হবে।যাতে সরকারী উন্নয়ন কাজে গতি ফিরে আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ