বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : সুন্নী মতাদর্শভিত্তিক ইসলামের সঠিক রূপরেখা অনুসরণ, মুসলিম মিল্লাতের ঈমান-আক্বিদা সংরক্ষণ ও বৃহত্তর সুন্নী ঐক্য সৃষ্টি উপরন্তু বিশ্বব্যাপী দ্বীনি শিক্ষার প্রচার-প্রসার এবং অসংখ্য মসজিদ-মাদরাসা, খানকাহসহ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে গাউছে জামান আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.)’র অবদান অবিস্মরণীয়। গত সোমবার আনজুমান ট্রাস্ট পরিচালিত চট্টগ্রাম বন্দর তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিল মাদরাসার ব্যবস্থাপনায় মাদরাসা সংলগ্ন জামে মসজিদে অনুষ্ঠিত সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.)’র ২৪তম সালানা ওরস মাহফিলে বক্তারা একথা বলেন।
মাদরাসা পরিচালনা পর্ষদের সদস্য, গাউসিয়া কমিটি বন্দর থানার সভাপতি মুহাম্মদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন আনজুমান ট্রাস্টের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন আনজুমান ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারী জেনারেল মুহাম্মদ সিরাজুল হক, অধ্যাপক কাজী মুহাম্মদ সামশুর রহমান, মুহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ আবদুল হামিদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার পরিচালনা পর্ষদের সেক্রেটারী মোহাম্মদ আলী। বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রিজভী, মুহাম্মদ আবুল মনছুর, সাহাব উদ্দিন, মুহাম্মদ ইলিয়াছ, মোজাফ্ফর আহমদ, এনামুল হক। মাহফিলে প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মুহাদ্দিস আল্লামা হাফেজ মুহাম্মদ আশরাফুজ্জামান আলকাদেরী। মাহফিলে গৃহীত কর্মসূচীর মধ্যে ছিল খতমে কুরআন মাজীদ, খতমে মাজমুয়ায়ে সালাওয়াতে রাসূল (সা.), খতমে গাউছিয়া, তৈয়্যব শাহ (রহ.)’র জীবন ও কর্মের উপর আলোচনা, মিলাদ। পরে মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।