Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৃত্যুবার্ষিকীতে সালমান শাহকে নেটিজেনদের শ্রদ্ধাভরে স্মরণ

শাহেদ নুর | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫৩ এএম

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর ২৫তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পরপারে পাড়ি জমান চিরসবুজ এই নায়ক। ৯০ দশকের তরুণদের স্টাইল আইকন ছিলেন তিনি। মৃত্যুর এত বছর পরেও তার জনপ্রিয়তা একটুও ভাটা পরেনি। বরং দিন দিন তার ভক্তের সংখ্যা বেড়েছে। তরুণদের চিরঞ্জীব এই আইকনের মৃত্যুবার্ষিকী তাকে নানাভাবে স্বরণ করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শ্রদ্ধাভরে স্মরণ নেটিজেনরা।

সালমান শাহর প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান তার ফেইসবুকে লিখেন, ‘একজন শিল্পীর মৃত্যুর পর ধীরে ধীরে তার অনুসারীরা ভুলতে শুরু করেন। তবে ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ক্ষেত্রে সেটা একেবারে বিপরীত! অকালে চলে যাওয়ার ২৫ বছর পরেও তার জনপ্রিয়তা আজও আকাশচুম্বী। ৯০ এর দশকে চলচ্চিত্রে সালমান শাহর আবির্ভাব তারুণ্যের উচ্ছ্বাস তৈরি করেছিল। ভক্তদের পাশাপাশি চলচ্চিত্রের মানুষরাও তার স্মৃতিগুলো এখনও লালন করেন। তাই আমার কাছে সালমান শাহ হলেন ভাটির আগে উজানের ঢেউ। তিনি বেঁচে থাকলে হয়তো চলচ্চিত্র মাধ্যমটি আরও বর্ণিল করতে পারতেন। শিল্পীর ভালো কাজের জন্য অনুপ্রেরণার প্রয়োজন হয়। অনুপ্রেরণা থেকে শিল্পীরা নিজেদের সমৃদ্ধ করার চেষ্টা করেন। সালমান শাহর অভিনয় দেখে, তার সিনেমা দেখে আমারও সেই অনুপ্রেরণা হতো! একটা প্রজন্মের কাছে আইডলে পরিণত হয়েছিলেন সালমান শাহ নামের সেই পরশ পাথর, যার ছোঁয়ায় বাংলা চলচ্চিত্রে বিপ্লব ঘটেছিল। তিনি আমাদের চলচ্চিত্রের এমন ধ্রুবতারা যিনি দূর আকাশে অবস্থান করেও আলোকিত করেন মানুষের হৃদয়। তার মৃত্যুদিন এলে তাই স্বভাবতই আমাদের মন খারাপ হয়ে যায়। আবার কিছুদিন পরেই আসে তার জন্মদিন; তখন আবার এই ভেবে ভালো লাগে যে সালমান শাহ স্বল্পায়ু হলেও অন্তত বাংলাদেশে জন্মেছিলেন সেটাই আমাদের সৌভাগ্য। ২৫ তম প্রয়াণ দিবসে প্রিয় নায়ক সালমান শাহকে স্মরণ করছি বিনম্র শ্রদ্ধায়। যেখানেই থাকুন ভালো থাকুন আমাদের সালমান শাহ ...’

সালমানের সমসাময়িক নায়ক ওমর সানি লিখেন, ‘ওপারে ভাল থেকো তুমি। আজকের প্র‍য়াণ দিবসে তোমাকে হৃদয় থেকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আল্লাহ যেন তোমাকে সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের সৌভাগ্য দান করেন। ’

চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া লিখেন, ‘ভালো আছি ভালো থাকেো আকাশের ঠিকানায় চিঠি লিখ। ২৫ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাভরে স্মরণ করি তোমাকে। অনেক ভালোবাসি তোমাকে, ভালো থাক আমাদের অমর নায়ক সালমান শাহ..’

সালমান শাহর একটি ছবি শেয়ার করে চিত্রনায়ক নিরব লিখেন, ‘৯০ দশকে আপনি চলচ্চিত্রে এসেছিলেন হ্যালীর ধূমকেতুর মতো! সিনেমাতে এলেন, দেখলেন, জয় করলেন... পর্দায় পোশাক-পরিচ্ছেদ, সংলাপ বলার ধরণ, অভিনয় দক্ষতা সবকিছু মিলিয়ে একজন দর্শক হিসেবে আমার মনে স্থান করে নিতে সময় লাগেনি। মৃত্যুর ২৫ বছর পরেও বাংলা সিনেমার সর্বসেরা 'রোমান্টিক হিরো'দের তালিকায় আপনার স্থান উপরে। স্পষ্ট মনে পড়ে রাজবাড়ীর পাংশার নূপুর সিনেমা হলে জীবনে প্রথম আপনার "জীবন সংসার" সিনেমা দেখেছিলাম। পর্দায় আপনাকে দেখে নায়ক হওয়ার ইচ্ছে সেদিনই প্রথম জেগেছিল। আহ কী সেই নায়ক, কী তার অভিনয়, কী তার স্টাইল। ২৫ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাভরে স্মরণ করি। ভালো থাকুক আমাদের অমর নায়ক সালমান শাহ..’

চলচ্চিত্র নির্মাতা রফিক সিকদার লিখেন, ‘ওপারের আকাশে খুব ভাল থেকো- আমার উচ্ছ্বল জীবনের অহঙ্কার, অনন্তকালের আইডল- সালমান শাহ।’

চিত্রনায়ক জয় চৌধুরী লিখেন, ‘আইডল আজকের দিনে তুমি পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছো। প্রজন্ম থেকে প্রজন্ম তোমাকে মিস ও মনে করবে। আল্লাহ পাকের কাছে দোয়া, আল্লাহ পাক তোমাকে বেহেস্ত নসিব করুক।’

স্নিগ্ধা আক্তার লিখেন, ‘আজ আমার স্বপ্নের নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী। ৬ সেপ্টেম্বর নিষ্ঠুরভাবে ওকে মেরে ফেলা হয়। সালমান শাহ ৩ বছর ৫ মাস ১২ দিনের ক্যারিয়ারে অভিনয় করে যতটা ভালোবাসা পেয়েছিলো, ২০ বছর অভিনয় করেও কোনো নায়ক তা অর্জন করতে পারে নি আর কোনো দিন পারবেও না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ