Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সায়রা বানু

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২১, ১০:৪৫ এএম

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। রবিবার টুইট করে একথা জানান অভিনেত্রীর মুখপাত্র ফয়জল ফারুকি। সায়রা বানুর আরোগ্য কামনা করার জন্য তিনি বর্ষীয়ান অভিনেত্রীর ভক্তদের ধন্যবাদও জানান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সায়রা বানু চিকিৎসক নীতিন গোখলে জানিয়েছেন, 'কোনও রকমের হতাশার সঙ্গে লড়াই করছেন না সায়রা বানু। এমনকি কোনও রকমের কঠিন পরিস্থিতির সৃষ্টি করেননি তিনি। অ্যাঞ্জিওগ্রাফিও এড়িয়ে যাচ্ছেন না।' পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, 'শেষবার যখন আমি অ্যাঞ্জিওগ্রাফির কথা বলেছিলাম, তার ডায়াবেটিস নিয়ন্ত্রণ হলে তবেই করা হবে।' ইতিমধ্যেই আইসিইউ থেকে সাধারণ বেডে স্থানান্তরিত করা হয়েছে সায়রা বানুকে।

এরআগে, গত সপ্তাহে সায়রা বানুর অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। জানা যায়, বেশ কিছুদিন ধরে উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন তিনি। পরিস্থিতির অবনতি হলে তাকে ভর্তি করা হয় মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে। গত বুধবার সায়রা বানুকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেই সময় শোনা গিয়েছিল, স্বামী দিলীপ কুমারের প্রয়াণের পর থেকে মানসিক অবসাদে ভুগছেন সায়রা বানু। অভিনেত্রীর অ্যাঞ্জিওপ্লাস্টি করা প্রয়োজন কিন্তু তিনি তা করাতে রাজি নন।

উল্লেখ্য, ৫৪ বছরের দাম্পত্য সঙ্গীর হাত ছেড়ে গত ৭ জুলাই প্রয়াত হন সায়রা বানুর স্বামী বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। এতদিনের সঙ্গীর ছেড়ে যাওয়া নাকি কিছুতেই মেনে নিতে পারছেন না ৭৭ বছরের অভিনেত্রী। দীর্ঘ পাঁচ দশকের সঙ্গীকে হারিয়ে ভেঙে পড়েছিলেন সায়রা বানু। গত কয়েকদিন ধরেই তার শরীর ভালো ছিল না। এই দম্পতির কোনও সন্তান নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সায়রা বানু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ