Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা বিধি নিয়ে বিভ্রান্তি: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ স্থগিত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২১, ৭:৫৩ এএম
পুরো বিশ্বের নজর ছিল ব্রাজিলের সাও পাওলোতে। কোপা আমেরিকা ফাইনালের পর এই প্রথম মুখোমুখি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা।
 
বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয় বিশ্বকাপ বাছাইপর্বের বহুল আকাঙ্ক্ষিত এই দ্বৈরথ। তবে বল মাঠে গড়াতে না গড়াতে ঘটে বিপত্তি।
 
আট মিনিটের সময় ব্রাজিলের হেলথ রেগুলেটরি এজেন্সির (আনভিসা) সদস্যরা প্রবেশ করেন মাঠে ও রেফারিকে খেলা থামাতে বলেন।
 
তাদের অভিযোগ আর্জেন্টিনা দলের চার খেলোয়াড় এমিলিয়ানো মার্তিনেস, এমিলিয়ানো বুয়েন্দিয়া, জিওভানি লো সেলসো ও ক্রিস্টিয়ান রোমেরো ব্রাজিলের কোভিড আইন ভঙ্গ করেছেন ও আনভিসাকে ভুল তথ্য দিয়েছেন।
 
আনভিসা জানায়, এই চার খেলোয়াড় ইংল্যান্ড থেকে আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দেন ভেনিজুয়েলার কারাকাসে। গত শুক্রবার ভেনিজুয়েলার বিপক্ষে খেলার পর পুরো স্কোয়াডের সঙ্গে তারা আসেন ব্রাজিলের গুয়ারুলুসে।
 
এখানেই তারা নিয়ম ভেঙ্গেছেন দাবি আনভিসার। ব্রাজিলের নিয়ম অনুযায়ী কয়েকটি বিশেষ ক্ষেত্র ছাড়া তালিকাভুক্ত দেশ থেকে ব্রাজিলে সফরকারীদের ১৪ দিনের কোয়ারেন্টিন করে দেশটিতে প্রবেশ করতে হবে।
 
ওই তালিকায় ভেনিজুয়েলা না থাকলেও ইংল্যান্ড রয়েছে। ওই চার খেলোয়াড়ের দুই জন বুয়েন্দিয়া ও মার্তিনেস খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের অ্যাস্টন ভিলায় আর বাকি দুই জন খেলেন টটেনহ্যাম হটস্পারে।
 
আনভিসা বলছে, এই চার খেলোয়াড় শুধু ভেনিজুয়েলা থেকে ব্রাজিলের ঢুকে অপরাধ করেছেন তা নয়, তারা পাসপোর্টের সঙ্গে ভুল তথ্যও জমা দিয়েছেন।
 
ওই চার খেলোয়াড় যে ইংল্যান্ড থেকে কারাকাসে গেছেন সেটি কর্তৃপক্ষকে অবহিত করেননি। যে কারণে তারা ওই চার খেলোয়াড়কে মাঠ থেকে সরিয়ে নিতে লোক পাঠিয়েছে।
 
আনভিসা এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ‘আনভিসা পরিস্থিতিটিকে একটি গুরুতর স্বাস্থ্য ঝুঁকি বলে মনে করে। তাই স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষকে পরামর্শ দেয়া হয়েছে খেলোয়াড়দের অবিলম্বে আলাদা করার জন্য। তাদেরকে যেন ব্রাজিলের ভূখণ্ডে খেলায় ও অন্যান্য কর্মকাণ্ডে অংশগ্রহণ করা থেকে বিরত রাখা হয়।’
 
রেফারি আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলোয়াড়দের ড্রেসিং রুমে ফেরত পাঠিয়ে দেন। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ও কোচ লিওনেল স্কালোনিকে দেখা গেছে মাঠে ব্রাজিলিয়ান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে।
 
তাতে খুব একটা লাভ হয়নি। আর্জেন্টিনার আনুষ্ঠানিক টুইটার হ্যান্ডলে ঘোষণা আসে যে ম্যাচটি স্থগিত করা হয়েছে। বাংলাদেশ সময় রাত ২টায় দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশনও (কনমেবোল) জানায় ম্যাচটি স্থগিত করা হয়েছে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ