Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মশা মারতে কামান দাগা’!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০০ এএম

রাতে পাশের বাসা থেকে তরুণীর চিৎকার। তরুণীর বড় বিপদ মনে করে দ্রুত ঘরের বাইরে বের হন প্রতিবেশীরা। পাশাপাশি তারা কেউই তরুণীর বাসায় প্রবেশ না করে পুলিশে খবর দেন। সাইরেন বাজিয়ে ছুটে আসে পুলিশ।

পুলিশ এসে বাসায় প্রবেশ করার পর যা ঘটল তা দেখে হেসে খুন খোদ পুলিশকর্মীরাও। এত কান্ড ঘটে যাওয়ায় লজ্জিত তরুণীও। ঘটনাটি স্কটল্যান্ডের লিভিংস্টোনের। একাকী বাসায় থাকেন ছথাতেব হুলি হান্টার নামে ওই তরুণী। তিনি একদিন রাতে তার বিছানার নিচে একটি মাকড়সা দেখতে পান। প্রথমে একটু ভারী বইয়ের সাহায্যে মাকড়সাটিকে পাকড়াও করার চেষ্টা করেন। তবে তাতে সমর্থ হননি ওই তরুণী।

পরিবর্তে মাকড়সাটি গোটা ঘরে ঘোরাফেরা শুরু করে। ওই তরুণীও প্রাণপণে এক ঘর থেকে অন্য ঘরে ছুটতে শুরু করেন। কারণ মাকড়সায় তার প্রচন্ড ভীতি রয়েছে। মাকড়সাকে তেড়ে আসতে দেখে প্রায় জ্ঞান হারিয়ে ফেলেন তরুণী। আতঙ্কে চিৎকার করতে থাকেন। আর সেই চিৎকার শুনেই প্রতিবেশীরা ভেবে বসেন কোনও আততায়ী হয়তো তার উপর হামলা চালাচ্ছে। তাই তারা তড়িঘড়ি গোটা বিষয়টি পুলিশকে জানান।

খবর পাওয়ামাত্রই পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। তবে তরুণীর বাড়িতে পৌঁছে পুরো ঘটনাটি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। মাকড়সার ভয়ে এত চিৎকার বলেই জানিয়ে দেন তরুণী। হেসে ফেলেন পুলিশকর্মীরা। আততায়ীকে হাতেনাতে পাকড়াও করতে না পারলেও পুলিশ মাকড়সাটিকে বাড়ি থেকে বের করে দেয়।
এরপরই লজ্জায় পড়ে যান তরুণী। গোটা ঘটনাটি যদিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। নেটিজেনদেরও নজর কাড়ে বিষয়টি। এই ঘটনায় ‘মশা মারতে কামান দাগা’র কথা মনে পড়ে যাচ্ছে সকলের। সূত্র : ইন্ডিপেনডেন্ট ইউকে, মেট্রো ইউকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ