Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাকরি হারিয়ে ভাগ্যবতী!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০০ এএম

তিনি হাসপাতালে নার্সের কাজ করতেন। আর সেই কাজের ফাঁকেই চলছিল নেটমাধ্যমে মডেলিং। এ খবর জানাজানি হতেই নার্সের চাকরি প্রশ্নবিদ্ধ হয়। চাকরি চলে গেলেও তিনি ভেঙে না পড়ে পুরো সময়ের জন্য মডেলিং শুরু করতেই ঘুরল ভাগ্যের চাকা।
নার্সের চাকরিতে মাসে বেতন পেতেন ৭ হাজার মার্কিন ডলার। নার্সের চাকরি ছেড়ে বর্তমান আয় আড়াই লাখ ডলারেরও বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনের ম্যাসাচুসেটসে একটি হাসপাতালে নার্সের কাজ করতেন অ্যালি। কাজের ফাঁকে ফাঁকেই চলত নেটমাধ্যমে মডেলিং।

অ্যালি’র সেই ছবি দেখতে মোবাইল স্ক্রিনে হামলে পড়তেন উৎসুক নেটাগরিকরা। অল্প বিস্তর বাড়তি আয়ও হচ্ছিল। কিন্তু বিধি বাম! সহকর্মীদের কেউ ‘বস’-এর কানে তুলে দেন অ্যালির এমন কীর্তির কথা। তার পর কিছু দিন চাকরি করেছিলেন বটে কিন্তু মন সায় দেয়নি।
মডেলিংয়ের কারনে বহু দিনের পরিচিত সহকর্মীদের কেউ কেউ তার সঙ্গে কাজ করতে বিড়ম্বনায় পড়ছিলেন। তা চোখ এড়ায়নি অ্যালির। অবশেষে গত জুন মাসে চাকরি ছাড়েন এবং পুরোদমে নেমে পড়েন নেটমাধ্যমে মডেলিংয়ে। আর তাতেই কেল্লা ফতে!

নার্সের চাকরি করে মাসে ৭ হাজার ডলার বেতন পেতেন অ্যালি। চাকরি হারিয়ে প্রথমে চিন্তায় পড়ে যান। তখনই আচমকা মাথায় আসে মডেলিংয়ের কথা। যেমন ভাবা, তেমন কাজ। ‘অনলি ফ্যানস’-এ অ্যাকাউন্ট খোলা মাত্র সুপারহিট। আগস্ট মাসে শুধুমাত্র নিজের বিভিন্ন পোজের ছবি থেকে অ্যালির আয় হয়েছে পৌনে ২ লাখ ডলার! অ্যালির সাবস্ক্রাইবারের সংখ্যা ১২ হাজার ২৫০। অর্থাৎ তার মাসিক আয় আরও অনেক বেশি।
আয়ের বহর দেখে চোখ কপালে অ্যালি’রও। স্বামীকে বলছেন, ‘এত অর্থে কী হবে, বরং নার্সের পেশায় ফিরে যাই।’ কিন্তু তাতে স্বামীর সায় নেই। বোস্টন ছেড়ে দম্পতি নতুন ঘর বেঁধেছেন দক্ষিণ ফ্লোরিডায়। সূত্র : নিউ ইয়র্ক পোস্ট, ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ