Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে মহাসড়ক অবরোধে শত শত গাড়ির লাইন

ব্যাটারিচালিত রিকশা-মোটর শ্রমিক দ্বন্দ্ব

প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : সৈয়দপুর-নীলফামারী সড়কে ব্যাটারিচালিত অটো রিকশা চলাচলকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে গতকাল (বুধবার) ছয় ঘণ্টা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখা হয়। নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন সৈয়দপুর শহর, ওয়াপদা মোড়, কেন্দ্রীয় টার্মিনাল এলাকায় বাস-মিনিবাস, পিকআপ যত্রতত্র দাঁড় করিয়ে এ অবরোধ সৃষ্টি করে। এতে করে সৈয়দপুরে ওয়াপদা মোড় ও টার্মিনাল এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে শত শত বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে। আর এ সব যানবাহনে থাকা যাত্রী সাধারণ চরম দুর্ভোগের মধ্যে পড়েন। এ রিপোর্ট পাঠানো পর্যন্ত অবরোধ চলছিল।
খবর পেয়ে উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ওয়াপদা মোড়ে পৌঁছে। এ সময় অনেক চেষ্টা করেও তারা মোটর শ্রমিক ইউনিয়নের মহাসড়ক অবরোধ তুলতে ব্যর্থ হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সৈয়দপুরে মহাসড়ক অবরোধে শত শত গাড়ির লাইন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ