Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে প্রার্থী যত ভোট পেলেন, বাতিল হয়নি কোন ভোট, ইভিএমে পারদর্শিতা ভোটারদের!

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২১, ৫:২৩ পিএম

সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব অভাবনীয় ভোটের ব্যবধানে হয়েছে বিজয়ী। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৯০ হাজার ৬৪টি। দিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির (জাপা) আতিকুর রহমান আতিক পেয়েছেন ২৪ হাজার ৭৫২ ভোট। মোট ভোট পড়েছে ৩৫ ভাগ। আজ শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) টানা গ্রহণ করা হয় ভোট। ভোট গ্রহণ শেষে শনিবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক এম কাজী এম এমদাদুল ইসলাম রাত পৌনে ৯টায় এ ফলাফল ঘোষণা করেন। চূড়ান্ত ফলাফলে আওয়ামীলীগের হাবিবুর রহমান হাবিবকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন তিনি। মোট ১৪৯ কেন্দ্রের ফলাফলে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরী মোটরগাড়ি (কার) প্রতীকে ৫ হাজার ১৩৫ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ডাব প্রতীকে ৬৪০ ভোট পেয়েছেন। এ আসনে মোট তিন লাখ ৪৯ হাজার ৮৭৩ ভোটারের মধ্যে ১৪৯ কেন্দ্রে বৈধ ভোটের সংখ্যা এক লাখ ২০ হাজার ৫৯১টি। তবে বাতিল হয়নি কোনো ভোট। অনেকে বিস্ময় প্রকাশ করে বলছেন, উপস্থিত ভোটারদের ইভিএমে ভোট প্রদানের পারদর্শিতা নিয়ে। শিক্ষিত অশিক্ষিত সবাই প্রথমবারের মতো ইভিএমের মুখোমুখি হয়ে ভোট প্রদান করতে সমর্থ হয়েছে দক্ষতার সাথে। বাস্তবিক আশংকা ছিল ইভিএমে ভোট প্রদানে গ্যাঁড়াকলে পড়বে ভোটাররা। স্বতন্ত্র প্রার্থী শফি চৌধুরী বলছেন, ইভিএমে অভ্যস্ত না হওয়ায় সমস্যা পড়বেন ভোটাররা। কিন্তু তার অভিযোগ মিথ্যা প্রমান হলো কোন ভোট বাতিল না হ্ওয়ার মধ্যে দিয়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ