Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইলেকট্রনিক্স পণ্যের শুভেচ্ছা দূত হলেন অপু বিশ্বাস

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

ইলেকট্রনিক্সের একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ওয়ালমার্ট নামের একটি ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানের হয়ে তিনি কাজ করবেন। অপু বিশ্বাস বলেন, বাংলাদেশের সবার ঘরে ঘরে ওয়ালমার্ট-এর পণ্য পৌঁছে দেয়ার জন্য এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছি। পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। আশা করছি, শহর থেকে তৃণমূলের মানুষের কাছে এই প্রতিষ্ঠানের শুভেচ্ছা পৌঁছে দিতে পারবো। আমি চাই, সব জায়গায় দেশীয় পণ্যের সুনাম ছড়িয়ে পড়–ক। আমার শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় এটা যেন সামনে নিয়ে যেতে পারি, এ আশ করছি। উল্লেখ্য, অপু বিশ্বাস অপু বিশ্বাস বর্তমানে দুটি সিনেমায় অভিনয় করছেন। একটি ‘প্রেম প্রীতির বন্ধন’, অন্যটি ‘ঈসা খাঁ’। মুক্তির অপেক্ষায় রয়েছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু, ছায়াবৃক্ষ ও নচিকেতা চক্রবর্তীর লেখা শর্টকাট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শুভেচ্ছা দূত অপু বিশ্বাস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ