বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অন্যায়ের কাছে মাথা নত না করতে শিক্ষা দেয় আশুরা। ইসলামে আশুরার গুরুত্ব অনেক। আশুরা দিনটি আমাদের জন্য একই সাথে আনন্দময়, শুকরিয়া ও শোকাবহ। আল্লাহ এই দিনে পৃথিবী সৃষ্টি করেন। আদম (আঃ) কে ক্ষমা করেন এবং এই দিনেই হোসাইন (রাঃ) কারবালার প্রান্তে শাহাদাত বরণ করেন। আশুরা থেকে শিক্ষা নিয়ে মুসলমানদের তাকওয়া অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। আজ শনিবার ফরিদপুরের ভাংগাস্থ ইকামাতেদ্বীন মডেল কামিল (এম.এ) মাদরাসায় হিজরি নববর্ষ ও আশুরার তাৎপর্য শীর্ষক" অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে মাদরাসার প্রিন্সিপাল ও জমিয়াতুল মোদারের্ছীন বৃহত্তর ফরিদপুর জেলার সভাপতি মোঃ আবু ইউছুফ মৃধা সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সভায় মহররমের গুরুত্ব ও ফজিলত তুলে ধরে আরো বক্তব্য রাখেন, মাদরাসার গভার্নিং বডির সভাপতি মো. আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক (ইসলামের ইতিহাস) মো. হায়দার হোসেন ও সহকারী অধ্যাপক আব্দুল আউয়াল। অনুষ্ঠানটি পরিচালনা করেন মুহাদ্দিস মো. আব্দুল্লাহ আল মামুন। পরবর্তীতে ছাত্র-ছাত্রীদের মধ্যে হামদ-নাত, কোরআন তেলওয়াত, আশুরা উপর বক্তৃতা, প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।